অভিমন্যুকে কেন বাঁচাতে পারেননি ভগবান শ্রী কৃষ্ণ?
অনেকের মনেই প্রশ্ন জাগে ভগবান শ্রী কৃষ্ণ এত বলবান হওয়া সত্ত্বেও কেন অভিমন্যুকে সাহায্য করল না?
আমরা জানি যে, ভগবান শ্রী কৃষ্ণ ও শ্রী অর্জুনের কাছ থেকে অস্ত্র শিক্ষা লাভ করছিলেন অভিমন্যু৷ কিন্তু জন্মের আগে মাতৃ গর্ভে থাকার সময় চক্রব্যূহে ঢোকার পদ্ধতি শুনে নিয়েছিলেন অভিমন্যু, জানতেন না বাইরে আসার পদ্ধতি৷ এর পেছনেও রয়েছে এক গল্প৷
আরও বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন।
![]() |
অভিমন্যু |
ব্লগটি লিখেছেন - শ্রী স্বপ্নীল
0 মন্তব্যসমূহ