Full-Width Version (true/false)

দেবী চন্ডীর আত্মকথা | কোনদিনে পূজা করে চন্ডী মাকে খুশি করবেন?

দেবী চন্ডীর আত্মকথা | কোনদিনে পূজা করে চন্ডী মাকে খুশি করবেন?

চণ্ডী পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় লৌকিক দেবী। খ্রিষ্টীয় ত্রয়োদশ থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে দেবী চণ্ডীর মাহাত্ম্য প্রচারের জন্য একাধিক চণ্ডীমঙ্গল কাব্য রচিত হয়।

এর ফলে লৌকিক চণ্ডী দেবী মূলধারার হিন্দুধর্মে স্থান করে নেন। মঙ্গলকাব্য ধারার চণ্ডী দেবী কালীর সমতুল্য। তিনি শিবের স্ত্রীগণেশ কার্তিকের জননী। দেবীর এই সত্ত্বাদুটি দেবী পার্বতী বা দেবী দুর্গার সমতুল্য। দেবী চণ্ডীর ধারণাটি নানা বিবর্তনের মধ্য দিয়ে এসেছে। তাই দেবী চণ্ডীর পূজাও বিভিন্ন প্রকার।

সম্পণূ তথ্য জানুন এই ভিডিওতে



[ watch & share now ]

ভিডিও টি দেখুন ও ভাল লাগলে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধুদের জানার জন্য শেয়ার করুন, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, সাথে থাকার জন্য, ধন্যবাদ। রাধে রাধে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ