ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু
"দিব্যান্ লোকান্ স্বঃ গচ্ছতু" - এর অর্থ, আমি স্বয়ং যেন স্বর্গে গমন করি। (অনেকে অজ্ঞতাবশতঃ এই ভুল করেন।)
👉 দিব্যান্ লোকান্ স গচ্ছতু - অর্থ: তিনি যেন দিব্যলোকে (স্বর্গে) গমন করেন।
শুরুতে 'ওঁ' বসালে 👏 প্রার্থনামূলক পূর্ণ মন্ত্রটি হয়-
ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু
অর্থ - হে পরমেশ্বর! তিনি যেন দিব্যলোকে (স্বর্গে) গমন করেন।
কিন্তু আজকাল আমরা সোশাল মিডিয়া বা আমাদের অনেকেই ভূল মন্ত্র উচ্চারণ বা লিখে থাকি তা হল..
ওঁ দিব্যান লোকান স্ব গচ্ছতু
স্ব অর্থ নিজে তাহলে অর্থ হয় "দিব্যলোকে আমি গমন করি।" এবার আপনিই বিচার করুন...
বাংলা (সে, সেই,তিনি,তাহা)
সংস্কৃত (স সঃ সা)
👍 স হল উভয়লিঙ্গ,
👍 সঃ হল পুংলিঙ্গ,
👍 সা হল স্ত্রীলিঙ্গ।
তাই মৃত ব্যাক্তিকে স্ত্রী পুরুষ ভেদাভেদ না করে বলা উচিত " ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু "
ব্লগটি লিখেছেন শ্রী স্বপ্নীল

8 মন্তব্যসমূহ
ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য।
উত্তরমুছুনতাহলে সঠিক হবে ওঁ দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু
উত্তরমুছুনস্ব লিখলে নিজের জন্য চাইছেন যে, অন্যের জন্য- ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু
মুছুনধন্যবাদ
উত্তরমুছুনধন্যবাদ সঠিক অর্থ তুলে ধরার জন্য
উত্তরমুছুনসত্য জানতে পেরে খুব ভালো লাগলো
উত্তরমুছুনধন্যবাদ 🙏
উত্তরমুছুনওঁ দিব্যান্ লোকান্ সা গচ্ছতু
উত্তরমুছুন- হে পরমেশ্বর! তিনি যেন দিব্যলোকে (স্বর্গে) গমন করেন।