গুরু পূর্ণিমা কি ও কেন?
হিন্দু ধর্ম অতি প্রাচীন ধর্ম। এ ধর্ম সম্পর্কে রয়েছে অনেক জানা-অজানা কাহিনি ও রহস্যময় যা আমরা অনেকেই জানি নাহ।
সেই
বৈদিক যুগ থেকে চলে আসছে, এই আষাঢ়ী পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা হিসাবে পালনের প্রথা।
গুরু হচ্ছেন তিনি, যিনি শিষ্যের অন্তরের সকল অন্ধকার, আবিলতা-কুবিলতা দূর করে আলোর
পথে নিয়ে যান।
![]() |
গুরু পূর্ণিমা কি |
গুরুর মাধ্যমে আমাদের সংযোগ ঘটে
ঈশ্বরের সাথে। তাইতে গুরু এবং গোবিন্দ একসাথে দাঁড়িয়ে থাকলে আমরা আগে গুরুকে প্রণাম
করে শ্রদ্ধা জানাব। কারণ যদি আগে গুরুকে প্রণাম না করে, গোবিন্দ কে প্রণাম করি। তাতে
গোবিন্দ সন্তুষ্ট হবেন না। গুরুই আমাদের গোবিন্দ বা ভগবানকে চেনান।
0 মন্তব্যসমূহ