একাদশী ব্রত পালনের নিয়ম
সমর্থ ব্যক্তির পক্ষে দশমীতে একাহার, একাদশীতে অনাহার ও দ্বাদশীতে একাহার করবেন ও অসমর্থ ব্যক্তির জন্য শুধুমাত্র একাদশীতে অনাহারী থাকার বিধান রয়েছে।
যদি এতেও অসমর্থ হন সে ক্ষেত্রে কেবল একাদশিতে পঞ্চ রবিশষ্য বর্জ্জন করতঃ ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে।
সমর্থ ব্যক্তির পক্ষে রাত্রি জাগরনের বিধি আছে।
আরও বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন: watch this video
![]() |
একাদশী পারণ মন্ত্র |
নিম্নোক্ত মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পারন করতে হয়ঃ-
একাদশ্যাং নিরাহারো ব্রতেনানেন কেশব।
প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টিপ্রদো ভব।।
Buy |
Hardcover – November 30, 2001
Bhagavad Gita As It Is
by A. C. Bhaktivedanta Swami Prabhupada
0 মন্তব্যসমূহ