Full-Width Version (true/false)

ধর্মীয় মূল্যবোধ কি? | মূল্যবোধ কি? মূল্যবোধ কাকে বলে?

ধর্মীয় মূল্যবোধ কি? মূল্যবোধ কাকে বলে? 

ধর্মীয় মূল্যবোধ কি?

ধর্মীয় মূল্যবোধ হলো : সত্যবাদিতা , ন্যায়পরায়নত, সততা, কর্তব্যপরায়ণতা,সহমর্মিতা ,সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্মীয় মূল্যবোধ থেকে উদৃভুত।  অন্য ধর্মের আচার- অনুষ্ঠান উদযাপনের প্রতি সহনশীলতা ধর্মীয় মূল্যবোদের পরিচালক

মূল্যবোধ কি?

মূল্যবোধ হলো : মানুষের এমন কতগুলো মানবিক গুণাবলী, চেতনা, বিশ্বাস আচরণে যায় একজন মানুষ প্রথমত বিশ্বাস করেন, এরপর সে চর্চা করে এবং সেটা প্রচার করেন। সেসব মানবিক গুণাবলী তার সামগ্রিক আচরণ ব্যবহার কর্মকান্ড প্রকাশ পায়। 


সামাজ বিঙ্গনীদের মতে ভালো-মন্দ, ঠিক-ভুল সম্পর্কে সমারে মানুষের যেই ধারণা তাকেই মূল্যবোধ বলা হয়।মূল্যবোধ এর সৃষ্টি হয়ে থাকে কিছু আচরনের উপর ভিত্তি করে।


অর্থাৎ একজন মানুষের মূল্যবোধ BPP এই তিনটি ফ্যাক্টর জড়িত

B = Believe ( বিশ্বাস করা)

P = Practice ( চর্চা বা অনুসরণ করা)

P = Promote ( প্রচার করা)


মূল্যবোধ কাকে বলে?

মূল্যবোধ কথার অর্থ মূল্যবান, মর্যাদাবান বা শক্তিশালী হওয়া। ব্যক্তির জানা, পরিচিত বা নিজের আয়ত্তে যা কিছু আছে, তার চেয়েও অধিকতর মূল্যবান, যা কিছু সঞ্চয় করে রাখার মতো তা হলো মূল্যবোধ। মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ডকে মূল্যবোধ বলে।

মূল্যবোধের প্রকারভেদঃ

১. সামাজিক মূল্যবোধ

২. রাজনৈতিক মূল্যবোধ

৩. অর্থনৈতিক মূল্যবোধ 

৪. ধর্মীয় মূল্যবোধ

৫. সাংস্কৃতিক মূল্যবোধ

6. নৈতিক মূল্যবোধ 

৭. গণতান্ত্রিক মূল্যবোধ

৮. আধ্যাত্মিক মূল্যবোধ

৯. সনাতন মূল্যবোধ

১০. আধুনিক মূল্যবোধ 


মূল্যবোধ বিভিন্ন ধরনের হতে পারেঃ-  মূল্যবোধের বৈশিষ্ট্যঃ

১. মূ্ল্যবোর বৈশিষ্ট্য হলো : মূলবোধ  এক ধরনের আদর্শ।

২. মূল্যবোধ স্বাধীনাভে গঠিত।

৩. মূল্যবোধ সুসঙ্গভাবে গঠিত।

৪. মূল্যবোধকে সমাজের চালিকা শক্তি।

৫. ব্যক্তি আচারণ তথা চটিত্র গঠণে তার নিজিস্ব সমাজের মূল্যবোধ যথেষ্ট প্রভাব ফেলে।

৬. সামাজিক মূল্যবোধ সামাজীকিকরণ প্রক্রিয়অর মাধ্যমে ব্যক্তির মনোভাব ও ব্যক্তিত্ব গড়ে তুলতে সাহয্য করে।

৭. মূল্যবোধ সংখ্যায় অল্প।

৮.মূল্যবোধ হলো সমাজের চালিকাশক্তি।

৯. শূল্যবোধ খুব একটা পরিবর্তশীল দয়।

১০. মূল্যবোধের সাথে কৃষ্টি সম্পর্ক যুক্ত।



নৈতিক মূল্যবোধ কিঃ

নৈতিক মূল্যবোধ হচ্ছে যে মূল্যবোধের মাধ্যমে ভালো -মন্দ , উচিত- অনুচিত বিচার করা যায়, তাকে নৈতিক মূল্যবোধ বলা হয়।


নৈতিক মূল্যবোধ জাগরনের মাধ্যমে, ব্যক্তি সারা জীবন তার বিভিন্ন কর্ম ক্ষেত্রে আচরণগত সামঞ্জস্য বজায় রাখতে সক্ষম হয়। জীবন- অভিজ্ঞতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যক্তির ভালো-মন্দ বা উচিত- অনচিত বোধ তার মধ্যে জাগ্রত হয়।


নৈতিকতাঃ

নৈতিকতা (ইংরেজি : morality’) (ল্যাটিন শব্দ ‘  মডারেটর’  থেকে আগত, যার অর্থ চরিত্র, ভদ্রতা, সঠিক আচরণ) ভালো(  বা  সঠিক)  এবং খারাপ ( বা ভুল) বিষয় সমূহের সাথে সিদ্ধান্ত ,প্রতিক্রিয়া, পার্থক্য ও পৃথকীয়রণ।  নৈতিকতাকে একটি আদর্শিক মানদণ্ড বলা যেতে পারে যা বিভিন্ন অঞ্চলের সামাজিকতা,  ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম প্রভৃতি মানদণ্ডের উপর ভিত্তি করে গড়ে ওঠে। আবার অনেক ক্ষেত্রে, সামগ্রিকভাবে সমগ্র পৃথিবীর জন্য কল্যাণকর বিষয় সমূহকেও  নৈতিকতার হিসাবে সংজ্ঞায়িত  করা হয়।


Cambridge International Dictionary of English অনুসারে, নৈতিকতা হলো একটি গুণ, যা ভালো আচরণ বা মন্দ আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত । একে সবাই আইন বা অন্য কোন বিষয়ের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে।


জনারথন হ্যাইট (Jonathan Haidt) বলেন, ধর্ম, ঐতিহ্য, মানব আচরণে এ তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব ঘটতে পারে।


 অতএব, সহজ কথায় নৈতিকতা বলতে মানুষের গুণ এবং ভালো আচরণ কে বুঝায়।


মূল্যবোধঃ

সাধারণভাবে বলা যায় যে, মূল্যবোধ হলো  আমাদের ভেতরের নৈতিক গুণাবলী ।মূল্যবোধ আমাদেরকে ভালোকে ভালো বলতে আর খারাপ কে খারাপ বলতে শেখায়। আর এই মূল্যবোধ তৈরি হয়ে থাকে কোন সমাজ বা দেশের প্রচলিত নিয়মের উপর নির্ভর করে, সমাজ বা দেশ ভেদে মূল্যবোধের পার্থক্য হয়ে থাকে।


মূল্যবোধ বলতে কোন ব্যক্তি বা দলের ধ্যান-ধারণা,চিন্তা- বিশ্বাস ও অনুভূতি ইত্যাদির আলোকে দীর্ঘদিনের গড়ে ওঠা একটি মানদন্ডের বিচারের কোন বিষয়ের মূল্যায়ন কে বুঝায়। এই ধ্যান-ধারণা, চিন্তা বিশ্বাস ইত্যাদি মানুষের মধ্যে একদিনে গড়ে ওঠে না। 


মূল্যবোধ হচ্ছে জ্ঞান, দক্ষতা, আচার-আচরণ ও বিশ্বাস। যে মূল্যবোধ একবার সৃষ্টি হয় তার সাহায্যে পরিবর্তন হয় না। 

Sociologist R T Propene তার Sociology গ্রন্থে বলেন, ভালো মন্দ, ঠিক বেঠিক, আখ্যায়িত অনাক্ষায়িত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তার নাম মূল্যবোধ।

অতএব, বলা যায় যে, ভালো-মন্দ, ঠিক ভুল সম্পর্কে সমাজের মানুষের যে ধারণা তাকেই মূল্যবোধ বলে।

নৈতিকতা ও মূল্যবোধের মধ্যে  সম্পর্ক ও পার্থক্যঃ

নৈতিকতা এবং মূল্যবোধ ব্যক্তির আচরণগত দৃষ্টিভঙ্গির অংশ। নৈতিকতা ও মূল্যবোধের মধ্যে পার্থক্য নেই কিন্তু উভয়ই পরস্পর সম্পর্কযুক্ত। 


নৈতিকতা এবং মূল্যবোধ ব্যক্তির আচরণগত দৃষ্টিভঙ্গির অংশ। নৈতিকতা ও মূল্যবোধের মধ্য পার্থক্য নেই কিন্তু উভয়ই পরস্পর সম্পর্কযুক্ত। নৈতিকতা হচ্ছে ভালো গুণের সমাহারের নামকরণ। নৈতিকতা অর্জনের মাধ্যমে ব্যক্তির মনে কোন কাজের বিষয়ে যে চেতনার আবির্ভাব ঘটে একেই মূল্যবোধ বলে। নিজের জ্ঞান বুদ্ধি বিবেককেই  নিজের বা ব্যক্তির মূল্যবোধ বলা যেতে পারে।


উদাহরণঃ

 সব সময় সত্য কথা বলা, ঘুষ না খাওয়া, অসৎ পথে না যাওয়া এগুলো হচ্ছে আপনার নৈতিকতা। আপনি এগুলো যখন করবেন তখন এগুলো হবে আপনার মূল্যবোধ। 

আর ধরুন একটা কাজ করছেন তখন একটি লোক আপনাকে উক্ত কাজের জন্য ঘুষ দিল।আপনার নৈতিকতা আপনাকে শিখিয়েছে ঘুষ না খেতে আপনি সেই কথা স্মরণ করে নিজের বিবেকের কারণে ঘুষ নিলেন না এটি হবে আপনার মূল্যবোধ। 


আশা করি তথ্যগুলো অনেক ভালো লেগেছে আশা করব এই তথ্যগুলো মন দিয়ে পড়বেন এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা নিজেদের মাঝে ধারণ করতে পারবেন। প্রতিনিয়তই এ ধরনের তথ্য ভুল পোস্ট পাওয়ার জন্য আমার এই ওয়েবসাইটের সঙ্গেই থাকুন কেননা প্রতিনিয়তই এই ওয়েবসাইটে এ ধরনের তথ্য ভুল পোস্ট করা হয়ে থাকে।

🤔এই ওয়েবসাইটে পড়বে আরো তথ্য বহুল পোস্ট করা রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন আশা করি সেগুলো আপনাদের অনেক ভালো লাগবে ধন্যবাদ আপনাদেরকে সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ