প্রতিটি সনাতন ধর্মাবলম্বী পুরুষ ও নারি কে যে যে বিষয় গুলো বিশেষ ভাবে খেয়াল রাখা উচিত সে গুলো হলো:

বৃহস্পতিবার কখনো চাল লবন চিনি দান করবেন না।

অন্যের সিঁদুর পরবেন না। নিজের সিঁদুর দেবেন না।

অন্যের পরিধেয় বস্ত্র পরবেন না।

বিয়ের শাড়ী কখনো দান করবেন না।

বিশ্বস্ত লোক না হলে শোবার ঘরে বসাবেন না।

নিজের সুখের গল্প বলে বেরাবেন না।

যা অন্যের সাথে শেয়ার করবেন না সেটা কিনেই জনে জনে দেখাবেন না।

বিছানায় বসে খাবেন না।

পা না ধুয়ে ঘুমাবেন না।

পুজো না করুন একবার অন্তত দিনে ঈশ্বরকে ধন্যবাদ দিন।আপনার চেয়ে কোটি মানুষ এখনো বহু দুরবস্থায় আছে।

সাহায্য না করতে পারেন ক্ষতি করবেন না।

ঈশ্বর সব দেখেন। ছোট ছোট অভ্যাস পরিবর্তন করলে জীবন সহজ হবে।
বি দ্র: কথা গুলো মানা বা না মানা তা আপনার ব্যাপার তবে নিজের বিচার, বিবেক ও বুদ্ধি দিয়ে কথা গুলো অনুধাবন করবেন আশাকরি।
0 মন্তব্যসমূহ