Full-Width Version (true/false)

প্রতিটি সনাতন ধর্মাবলম্বী পুরুষ ও নারি কে বিশেষ ভাবে খেয়াল রাখা উচিত

 প্রতিটি সনাতন ধর্মাবলম্বী পুরুষ ও নারি কে যে যে বিষয় গুলো বিশেষ ভাবে খেয়াল রাখা উচিত সে গুলো হলো:


👉বৃহস্পতিবার কখনো চাল লবন চিনি দান করবেন না।
👉 অন্যের সিঁদুর পরবেন না। নিজের সিঁদুর দেবেন না।
👉অন্যের পরিধেয় বস্ত্র পরবেন না।
👉বিয়ের শাড়ী কখনো দান করবেন না।
👉বিশ্বস্ত লোক না হলে শোবার ঘরে বসাবেন না।
👉নিজের সুখের গল্প বলে বেরাবেন না।
👉যা অন্যের সাথে শেয়ার করবেন না সেটা কিনেই জনে জনে দেখাবেন না।
👉বিছানায় বসে খাবেন না।
👉পা না ধুয়ে ঘুমাবেন না।
👉পুজো না করুন একবার অন্তত দিনে ঈশ্বরকে ধন্যবাদ দিন।আপনার চেয়ে কোটি মানুষ এখনো বহু দুরবস্থায় আছে।
👉সাহায্য না করতে পারেন ক্ষতি করবেন না।
👉 ঈশ্বর সব দেখেন। ছোট ছোট অভ্যাস পরিবর্তন করলে জীবন সহজ হবে।
বি দ্র: কথা গুলো মানা বা না মানা তা আপনার ব্যাপার তবে নিজের বিচার, বিবেক ও বুদ্ধি দিয়ে কথা গুলো অনুধাবন করবেন আশাকরি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ