পূজায় কেন তিন শীষের দুর্বা ব্যবহার হয়
যেকোনও পুজোতেই দুর্বার ব্যবহারের চল রয়েছে৷ হিন্দু পুরাণ অনুসারে, তুলসীর
পরই সবথেকে পবিত্র হল এই দুর্বা৷ শ্র্রী গণেশ পুজোতে দুর্বা ঘাস ব্যবহার অবশ্যই করা উচিত ৷ তবে, এর পিছনেও রয়েছে এক ইতিহাস৷
পরই সবথেকে পবিত্র হল এই দুর্বা৷ শ্র্রী গণেশ পুজোতে দুর্বা ঘাস ব্যবহার অবশ্যই করা উচিত ৷ তবে, এর পিছনেও রয়েছে এক ইতিহাস৷
দুর্বা মানেই সেটিতে অবশ্যই তিনটে শিষ থাকতে হবে৷ কথিত আছে, এই তিনটে
শিষের মাধ্যমে তিন দেবতাকে উপস্থাপন করা হয়ে থাকে৷ যেমন শিব, শক্তি এবং গণেশ দেবতা৷ কিন্তু কেন দূর্বা ঘাস ব্যবহার করা হয় সেটির আসল কারণটি কিন্তু
অনেকেই জানেন না৷ ভক্তদের ভাগ্য পরিবর্তনে দুর্বার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ৷
শিষের মাধ্যমে তিন দেবতাকে উপস্থাপন করা হয়ে থাকে৷ যেমন শিব, শক্তি এবং গণেশ দেবতা৷ কিন্তু কেন দূর্বা ঘাস ব্যবহার করা হয় সেটির আসল কারণটি কিন্তু
অনেকেই জানেন না৷ ভক্তদের ভাগ্য পরিবর্তনে দুর্বার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ৷
গ্রামে-গঞ্জে শরীর ঠান্ডা রাখতে এখনও দুর্বা ঘাসের রস খাওয়া হয়ে থাকে৷ কিন্তু এই দুর্বা ঘাসের রসের পিছনে রয়েছে এক পৌরাণিক ইতিহাস৷ অনলসুরার সঙ্গে শ্রী গণেশের যুদ্ধের সময় অগ্নিকুণ্ড ছুঁড়ছিল সে গণেশের দিকে৷ যার জেরে গণেশের পেটের উত্তাপ অত্যাধিক পরিমাণে বেড়ে গিয়েছিল৷ এছাড়া পেটের আকৃতিও তার বিশাল বড় হয়ে গিয়েছিল৷ শিব, ব্রহ্মা এবং বিষ্ণুও গণেশকে ঠান্ডা করতে পারেন নি৷ কিন্তু এরপর এক ঋষি এসে গণেশের মাথায় ২১টি দুর্বা রাখে৷ তারপরেই ধীরে ধীরে ঠান্ডা হয় শ্রী গণেশ৷
কিন্তু বিঘ্নহরতা গণেশ টিভি সিরিয়ালে একটু ভিন্নতা ভাবে দেখিয়েছেন যেমন ভূমি মাতার পুত্র ভূম মহাদেবেরে দর্শন ও প্রিয় পুত্র হওয়ার জন্য ধ্যান করছিলেন ভূমের ধ্যান করার সময় ভূমের শরীর থেকে অগ্নিকুণ্ড তাপ বের হয়ে ছুঁড়ছিল সে গণেশের দিকে৷ শ্রী গণেশ রাগের বসে ঐসময় চন্দ্র দেবতাকে অভিশাপ দিয়েছিল। ঐ অভিশাপ সৃষ্টির জন্য সংকট হয়ে দাড়িয়ে ছিল চন্দ্র দেবতাকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য মাতা প্রাবতীর কথা মত দেবতাগণ, দেবাদি দেব মহাদেব ও প্রাবতী মাতা মিলে পূজা করেন ঐ সময় শ্রী কুমার কার্তিক শ্রী গণেশের মূর্তির তে দূর্বা ব্যবহার করেছিল মাতা ঠান্ডা করা ও অভিশাপ মুক্ত করার জন্য।
দুর্বা ঘাস যেকোনও পূজাতেই ফুলের মতনই সমান গুরুত্ব দিয়ে ব্যবহার করা হয়ে থাকে৷
0 মন্তব্যসমূহ