Full-Width Version (true/false)

শ্রী শ্রী আদিনাথ মন্দির (মৈনাক পর্বত) | সংক্ষিপ্ত ইতিহাস | মহেশখালী দ্বীপ - হিন্দুধর্ম পৌরানিক কথা | shopnil online blog

🙏কক্সবাজার মৈনাক পর্বতের শিব লিঙ্গ🙏

মৈনাক পর্বত
শ্রী শ্রী আদিনাথ মন্দির, মহেশখালী, কক্সবাজার, বাংলাদেশ।

কক্সবাজার থেকে ১২ কিমি দূরের বঙ্গোপসাগরের মধ্যে দ্বীপ মহেশখালীতে অবস্থিত।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গোরকঘাটা ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে এই মন্দিরটি অবস্থিত, যা সমুদ্র-সমতল থেকে প্রায় ৮৫.৩ মিটার উঁচুতে।

মহেশখালী আদিনাথ মন্দির সিঁড়ি
আদিনাথ মন্দির সিঁড়ি

এই মন্দিরটি মৈনাক পাহাড়ের চূড়ায় নির্মিত, যা সমতল থেকে ৬৯টি সিঁড়ি পাড়ি দিয়ে ঊঠতে হয়। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী।

এখানে দেখার মূল আকর্ষণ বিখ্যাত আদিনাথ মন্দির। আদিনাথ মন্দির বাংলাদেশের বিখ্যাত অন্যতম হিন্দু মন্দির।
এই দ্বীপ ও মন্দিরের বিখ্যাত ইতিহাস রয়েছে । আঁকাবাঁকা সিঁড়ি বেয়ে আদিনাথ পাহাড়ের চূড়ায় উঠলেই পাওয়া যাবে শ্রী শ্রী আদিনাথ মন্দিরটি।
এ দ্বীপের দক্ষিণে রয়েছে বিস্তীর্ণ সাগর আর পশ্চিমে বিশাল বিশাল পাহাড়।

আদিনাথ মন্দির
মহেশখালী, কক্সবাজার।

সংক্ষিপ্ত ইতিহাসঃ
আদিনাথের গোড়াপত্তন কয়েক হাজার বৎসর পূর্বে ত্রেতাযুগে।
এর একটি ঐতিহাসিক সত্যতা রয়েছে যা হিন্দু ধর্মগ্রন্থ, রামায়ণ, পুরাণ ও ঐতিহাসিকদের বর্ণনা থেকে জানা যায় যে, ত্রেতাযুগে রাম-রাবণের যুদ্ধের কথা ধর্মগ্রন্থে পাওয়া যায়। রাবণ লঙ্কা যুদ্ধে রামের সঙ্গে জয়লাভের জন্য দেবাদিদেব মহাদেবের কাছে অমরত্ব বর প্রার্থনা করেন।
Maheshkhali Adinath Temple
শ্রী শ্রী আদিনাথ মন্দির,মহেশখালী, কক্সবাজার।
মহাদেব এসময় কৈলাসে ধ্যানমগ্ন ছিলেন।
তিনি রাবণের আরধনায় সন্তুষ্ট হয়ে তাকে অভীষ্ট সাধনে বর দান করেন এবং শর্ত দেন শিবরূপী উর্ধমুখী শিবলিঙ্গ কে কৈলাস হতে বহন করে লঙ্কায় নিয়ে যেতে হবে এবং পথিমধ্যে কোথাও রাখা যাবে না। যদি রাখা হয় তবে মহাদেব সেই স্থানেই অবস্থান নেবেন এবং রাবণের অভীষ্ট সাধন হবে না।
Get Now
শর্তানুসারে রাবণ শিবলিঙ্গ বহন করে লঙ্কার উদ্দেশ্য গমন করেন তবে পথিমধ্যে প্রাকৃতিক কর্ম সম্পাদনের লক্ষ্যে বর্তমান মহেশখালীর মৈনাক পর্বতে থামতে বাধ্য হন।
পরবর্তীতে শর্তানুসারে রাবণ শিবলিঙ্গ পূনরায় উঠাতে ব্যর্থ হন এবং মহাদেব এই মৈনাক শিখরেই অবস্থান গ্রহণ করেন।

Hindu temple in Bangladesh
বাংলাদেশ আদিনাথ মন্দির তীর্থস্থান

শ্রী শ্রী আদিনাথ এর আবিস্কার সর্ম্পকে স্থানীয়ভাবে একটি জনশ্রুতি রয়েছে।

সাবস্ক্রাইব শ্রী স্বপ্নীল - Sree Shopnil

Tag or Keywords
তীর্থস্থান বাংলাদেশ,
বাংলাদেশের তীর্থস্থান,
আদিনাথ মন্দিরের ইতিহাস,
মহেশখালী দর্শনীয় স্থান,
মহেশখালী ব্রিজ,
মহেশখালী মানচিত্র,

আদিনাথ মন্দির - বাংলাপিডিয়া,

আদিনাথ কে ছিলেন,

আদিনাথ মন্দির এর ইতিহাস,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ