ভগবান যা করেন ভালোর জন্যই করেন এই কথার মানে কি?
- কখনো ভগবান আমাদের দুর্বল করে দেন - অধিক শক্তিশালী হবার জন্য।
- কখনো ভগবান আমাদের হৃদয় চূর্ণ করে দেন - আমাদের পরিপূর্ণ করার জন্য।
- কখনো ভগবান আমাদের দুঃখ সইতে দেন - অধিক সহনশীল হবার জন্য।
- কখনো ভগবান আমাদের ব্যর্থতা দেন - জীবন সংগ্রামে জয়ী হবার জন্য।
- কখনো ভগবান আমাদের একাকীত্ব দেন - অধিক সচেতন হবার জন্য।
- কখনো ভগবান আমাদের সর্বস্ব ছিনিয়ে নেন - ভগবানের দয়ার মূল্য বুঝার জন্য।
কখনো হতাশ হবেন না, এগিয়ে চলুন দুর্নিবার গতিতে আর আশা রাখুন ভগবান যা করেন ভালোর জন্যই করেন, ভুল শুদ্রানোর জন্যই করেন।
ব্লগটি লিখেছেন শ্রী স্বপ্নীল-Sree Shopnil
1 মন্তব্যসমূহ
হরে কৃষ্ণ
উত্তরমুছুন